জীবননগরে গোয়ালের চাল থেকে পড়ে কৃষকের মৃত্যু

logo

জীবননগর অফিস:

জীবননগরে গোয়াল ঘরের চালের টিন মেরামত করতে গিয়ে নীচে পড়ে শাজাহান আলী (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে জীবননগর পৌর এলাকার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি শাজাহান আলী একই গ্রামের আ. গফুরের ছেলে।

নিহতর পরিবার জানায়,  শাজাহান দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে বাড়িতে গরুর খামার করেছিলেন। গতকাল রোববার সকালে তিনি গোয়ালঘরের চালের ভাঙা টিন মেরামত করার সময় ওপর থেকে গরুর ডাবার মধ্যে পড়ে যান। এতে মাথায় আঘাত পান। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোরে রেফার্ড করেন। যশোর নেওয়ার সময় তিনি আরও অসুস্থ হয়ে পড়লে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জীবননগর পৌরসভার কাউন্সিলর মো. জামাল হোসেন খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।