জীবননগরে গৃহবধূসহ দুই স্কুলছাত্রী নিখোঁজ

জীবননগর অফিস:

জীবননগরে গৃহবধূসহ দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। গতকাল রোববার সকাল সাতটার দিক থেকে তারা নিখোঁজ হয়। তারা হলো- জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আশতলাপাড়ার সুমনের স্ত্রী কবিতা খাতুন, একই এলাকার আব্দুর রহমানের মেয়ে নবম শ্রেণির ছাত্রী ফারিয়া খাতুন (১৫) ও মো. ফারুক হোসেনের মেয়ে একই শ্রেণির ছাত্রী রিয়া খাতুন (১৫)। এ ঘটনায় রিয়ার বাবা বাদী হয়ে জীবননগর থানায় লিখিত অভিযোগ করেছেন।

রিয়ার মা সেলিনা খাতুন বলেন, গতকাল রোববার সকালে রিয়া ও ফারিয়া এক সাথে কবিতার শাশুড়ীর কাছে আরবি পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। পরে খোঁজ নিতে গিয়ে দেখেন কবিতা, রিয়া ও ফারিয়া বাড়ি নেই। আত্মীয়-স্বজনদের কাছে খোঁজ করেও কোনো সন্ধান পায়নি। অবশেষে জীবননগর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদুল ইসলাম বলেন, ‘গৃহবধূসহ স্কুলছাত্রী নিখোঁজের বিষয়ে কেউ আমাকে কিছু বলেনি। এ বিষয়ে আমি জানি না।’ জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক বলেন, ‘আশতলাপাড়া থেকে একজন গৃহবধূ ও দুই স্কুলছাত্রী নিখোঁজের বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’