জীবননগর অফিস: জীবননগরে পুর্ব শত্রুতার জের ধরে হতদরিদ্র কৃষকের এক বিঘা জমির আমগাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নরে গয়েশেপুর গ্রামের মৃত ফকির চাঁদের ছেলে হতদরিদ্র কৃষক আজিবার রহমানের একমাত্র সম্বল এক বিঘা জমির আম গাছ কেটে সাবাড় করার অভিযোগ করেছে একই গ্রামের মৃত আজহারের ছেলে সোনা মিয়ার বিরুদ্ধে। এ ব্যাপারে হতদরিদ্র কৃষক বাদি হয়ে সোনা মিয়ার বিরুদ্ধে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কৃষক আজিবার বলেন, আমার সাথে সোনার অনেক পূর্বের একটি বিষয় নিয়ে পারিবারিকভাবে ঝামেলা হয়। গত কয়েক দিন আগে ও তার সাথে আমার ঝগড়া হয়েছিল। সে আমাকে বলেছিল- তোর এমন ক্ষতি করব, যাতে তুই একেবারে নিঃশ্ব হয়ে পড়িস। তার কয়েক দিন পরেই আমার শেষ সম্বল এই এক বিঘা জমির আমগাছ কেটে সাবাড় করেছে। এখন আমি পথে বসে গেছি। এ ব্যাপারে সোনার সাথে কথা বলার জন্য মোবাইল ফোনে চেষ্টা করা হলে ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে জীবননগর থানার এসআই নাহিরুল ইসলাম জানান, গয়েশপুর গ্রামের আজিবার তার ১বিঘা জমির আম গাছ কে বা কাহারা কেটে দিয়েছে এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। তারই পরিপেক্ষিত গতকাল দুপুরে আমি গয়েশপুর গ্রামে যায় এবং আম গাছ কাটা বাগানটি দেখি এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।