জীবননগরে কৃষকদের মাঝে বিনামুল্যে ভূট্টা বীজ ও সার বিতরণের উদ্বোধন
- আপলোড টাইম : ১২:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬
- / ৪৪৩ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগর উপজেলার কৃষকদের মাঝে রবি মৌসুমের সরিষা,ভূট্টা প্রনোদনা কর্মসুচির আওতায় এ উপজেলার ১শ ৫০জন প্রান্তিক ও ক্ষুদ্র সরিষা চাষী এবং ৬শ ৫০জন প্রান্তিক ও ক্ষুদ্র ভূট্টা চাষীকে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদানের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার জীবননগর উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের বিনামুল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ি ঢাকার মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, উথলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ.হান্নান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহসহ এ উপজেলার কৃষকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা সহকারী কৃষি অফিসার সালমা জাহান নিপা।