জীবননগরে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

জীবননগর অফিস: জীবননগর কৃষকদের নিয়ে বিভিন্ন ধরনের চাষাবাদ উপরে মাঠ দিবস অনুষ্ঠিত। গতকাল রবিবার বিকাল সাড়ে ৩টার সময় জীবননগর উপজেলা কৃষি সম্পসারনের আয়োজনে জীবননগর উপজেলার তেতুলিয়া গ্রামের কৃষক মুশার সভাপতিত্বে কৃষকদের নিয়ে একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয় । উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের উন্নতমানের ফসল উৎপাদনের জন্য ধারনাদেন জীবননগর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার সহকারী কৃষি অপিসার সালমা জাহান নিপা, তেতুলিয়া গ্রামের সফল কৃষক শরিফুল ইসলাম সহ গ্রামের প্রায় ১শ কৃষক এ মাঠ দিবস অনুষ্ঠানে অংশ গ্রহন করেন উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ব্লক সুপার ভাইজার জাহাঙ্গীর আলম।