জীবননগরে এবলুম বাংলা ও ওয়েব পোর্টালের উদ্বোধন
- আপলোড টাইম : ০৫:১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
- / ৩৬৭ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগরে এবলুম বাংলা ঋনদান ও সমবায় সমিতির এজিএম ও এবলুম বাংলার ওয়েব পোর্টালের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার সময় জীবননগর বাসমতি হোটেল এন্ড রেস্টুরেন্ট সেন্টারে এবলুম বাংলার এম ডি ও সময় টেলিভিশনের সাব এডিটর সাব্বির সামির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এবলুম বাংলা রিনদান ও সমবায় সমিতির এজিএম ও এবলুম বাংলার ওয়েব পোর্টালের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুছ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদেও চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ, উপজেলা সমবায় অফিসার মতেহার হোসেন, সময় টেলিভিশনের সাব এডিটর রিফাত রহমান, এবলুম বাংলার ম্যানেজার হুসাইন সহ এবলুম বাংলার সকল কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও সুধী মহল উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন অনলাইন এটিভি নিউজের স্টাফ রিপোর্টার আসিম সাঈদ ।