জীবননগর অফিস:
জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ডসহ জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন জীবননগর শহরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, মোটরযান আইনে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধান না করার অপরাধে ৫টি মামলায় নগদ ১ হাজার ৫ শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই দিনে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গোয়ালপাড়া গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে জহর আলীকে মাদক সেবন করার অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১৫০ টাকা জরিমানা করা হয়।