জীবননগরে একাধিক মাদক মামলার আসামি নাজমুল গ্রেপ্তার

জীবননগর অফিস:
জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একাধিক মাদক মামলার আসামি নাজমুল ইসলামকে গ্রেপ্তার হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল ও ৩২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গত রোববার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি সাইফুল ইসলামের নির্দেশে এসআই রকি মন্ডল ও এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর পৌরসভার নারায়নপুর মোড় থেকে নাজমুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নাজমুল পৌর শহরের রাজনগরপাড়ার শেখ মমিনুল ইসলামের ছেলে ও একাধিক মাদক মামলার আসামী। এ বিষয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাজমুল ইসলামের নামে আরও একটি মামলা হয়েছে।