জীবননগরে উলাম পরিষদের সমাবেশ ও মিছিল
- আপলোড টাইম : ১০:২২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / ২৯ বার পড়া হয়েছে
ভারতে মন্দিরের পুরোহিত ও বিজেপি নেতা কর্তৃক মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে জীবননগরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় জীবননগর থানা উলামা পরিষদের আয়োজনে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিরা এতে অংশ নেয়। এসময় নবীকে অপমানকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় মুসল্লিরা। এসময় উলামা পরিষদ জীবননগর থানা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান গওহরী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকার যেন পদক্ষেপ গ্রহণ করেন। রাসূলের অপমানকারীদের সাথে মুসলমানদের কোনো আপস থাকতে পারে না। মুসলমানরা যেকোনো মূল্যে রাসূলের সম্মান সমুন্নত রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাবে। এসময় উপস্থিত ছিলেন জীবননগর থানা উলামা পরিষদের সেক্রেটারি মুফতি শাহজামাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের খান, প্রচার সম্পাদক জুবায়ের আল মাহমুদ, সহসভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ প্রমুখ।