জীবননগরে উপজেলা সহকারী শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

logo

জীবননগর অফিস:

জীবননগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টার দিকে দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খালিদ হোসেন ২২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ¦ী বালিহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আশাবুর রহমান পেয়েছেন ৩ ভোট। এদিকে গঙ্গাদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. মতিয়ার রহমান ১৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদন্দ¦ী রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাহান সিন ছবির স্বপন পেয়েছেন ১০ ভোট। এছাড়া পীচমোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. সুরাইয়া খাতুন বিনা প্রতিদন্দ¦ীতায় মহিলা সম্পাদক নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তকারুজ্জামান। নির্বাচন কমিশনার ছিলেন আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামিম আক্তার।