জীবননগরে উপজেলা প্রশাসন ও লোকমোর্চার পরিচিতি সভা

জীবননগর অফিস:
উপজেল প্রশাসন ও সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে স্থানীয় পর্যায়ে লোকমোর্চার কার্যক্রম অবহিতকরণ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জুলিয়েট পারউইন, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, উপজেলা লোকমোর্চার সহ-সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি ও ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।
উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল স্থানীয় ও জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাধারণ মানুষের সেবার লক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জীবননগর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দীন জালাল, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, রায়পুর লোকমোর্চার সভাপতি সাজ্জাদ বিশ^াস, বাঁকা লোকমোর্চার সভাপতি খলিলুর রহমান, উথলী লোকমোর্চার সভাপতি আব্দুল মান্নান পিল্টুসহ উপজেলা ইউনিয়ন পর্যায়ের লোকমোর্চা এবং ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।