জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসকক্ষে এ সভার আয়োজন করা হয়। করোনার কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ-বিন হেদায়েত সেতু, জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ^াস, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দীন ময়েন, আনসার ভিডিপি কর্মকর্তা তহমিনা খাতুন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা, স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার থাকা সত্বেও অ্যানেসথেসিয়া ডাক্তার না থাকায় অপারেশন কার্যক্রম বন্ধ থাকা, ইজিবাইকে হলুদ রঙ নিশ্চিতকরণ, রাস্তার পাশে অবৈধভানে ইট, বালু, কাঠ রাখা বন্ধ, জেলা পরিষদ থেকে লিজ নিয়ে অতিরিক্ত জায়গা দখল করায় রাস্তায় জানজট হওয়ায় তা বন্ধ করা ও সড়কে চলাচলরত লাইসেন্সবিহীন যানবাহনসহ এলইডি লাইটের ব্যবহার বন্ধ করার বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।