জীবননগর অফিস: জীবননগরে মা বাবার উপরে অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার জীবননগর বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী নাসিম অয়েল মিলের মালিক জীবননগর উপজেলার বাঁকা গ্রামের রুহুল আমিনের ছোট ছেলে জীবননগর ডিগ্রি কলেজের ছাত্র অমিও (১৬) বাবা মায়ের উপরে অভিমান করে আত্মহত্যা করেছে। পারিবারিক সুত্রে জানা গেছে, অমির লেখাপড়ার ক্ষতি হচ্ছে বলে তার বাবা তাকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করে। তবু সে তার বাবার কথা না শুনে মোবাইল ফোন ব্যবহার করায় তার বাবা তার মোবাইল ফোনটি ভেঙে ফেলে। সে কারনে অমি তার বাবার উপরে অভিমান করে নিজের রুমে সিলিং ফোনের সাথে রশি জড়িয়ে আত্মহত্যা করে। এদিকে অমির এ আত্মহত্যার ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।