প্রতিবেদক, মনোহরপুর:
জীবননগর উপজেলার মনোহরপুরে খেলোয়াড়দের মধ্যে খেলার-সামগ্রী ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে উপজেলার মনোহরপুর স্কুলমাঠে সাংবাদিক ও রোহান ট্রেডার্সের স্বত্ত্বাধিকার আকিমুল ইসলাম আকমানের নিজস্ব উদ্যোগে খেলোয়াড়দের মধ্যে এ ফুটবল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মনোহরপুর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কুড়োন, খেলোয়াড় হামিদুর রহমান হীরো, আসমাউল, আফজেল, ফরিদ, প্রান্ত, সাকিল, তুহিন, রোহান, জনি, রিফাত, প্রল্লাদসহ মনোহরপুর ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ ও খেলোয়াড়বৃন্দ। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত সবার উদ্দেশ্যে সাংবাদিক আকিমুল ইসলাম আকমান বলেন, খেলাধুলা দেহ ও মন ভালো রাখে। মহামারি করোনাভাইরাস মোকাবিলায় আমাদের সবাইকে আরও অনেক বেশি সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। খেলাধুলা যুবসমাজকে মাদকদ্রব্য থেকে রক্ষা করে। তিনি সবাইকে সামাজিক দূরত্ব মেনে খেলাধুলা, শরীরচর্চা ও ঘরে থাকার আহ্বান জানান।