জীবননগরের বাঁকা ও হাসাদাহে পথসভায় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক
- আপলোড টাইম : ০৯:১৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অগাস্ট ২০১৮
- / ৫৩৬ বার পড়া হয়েছে
শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের গণজোয়ার সৃষ্টি হয়েছে
জীবননগর অফিস: জীবননগর উপজেলার বাঁকা ও হাসাদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোটারদের নিকট নৌকার প্রার্থনা করে গণসংযোগ এবং পথসভা করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক। গতকাল সোমবার তিনি বাঁকা ও হাসাদাহ ইউনিয়নের মিনাজপুর, বৈদ্যনাথপুর, হাসাদাহ বাজার, কাটাপোল, মাধবপুর, পুরন্দরপুর ও আন্দুলবাড়ীয়া বাজারে এ গণসংযোগ ও কর্মি সমাবেশ করেন। এসময় নজরুল মল্লি¬ক বলেন, আগষ্ট মাস শোকের মাস। এই মাসকে ঘিরে স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত থাকে। ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের ধানমন্ডির ৩২নং বাড়ীতে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিলো। কিন্তু বঙ্গবন্ধুর নেতাকর্মিরা জেল জুলুম অত্যাচার সহ্য করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল থেকে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে গোটা দেশে উন্নয়নের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সকল বিভেদ ভুলে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াত এই আগষ্ট মাসেই ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি ঘটিয়ে সরাকার উৎখাতের চেষ্টা করছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক মাষ্টার, আওয়ামী লীগ নেতা রাজা মিয়া, যুবলীগ নেতা কাজী সামসুর রহমান চঞ্চল, যুবলীগ নেতা এ্যাড. আকিমুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহাবুল হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সামসুজ্জোহা, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, যুবলীগ নেতা আতিয়ার রহমান, সীমান্ত ইউনিয়ন প্রজন্মলীগের সভাপতি আমিনুর রহমান প্রমূখ।