চুয়াডাঙ্গা রবিবার , ২৪ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জীবননগরের পিয়ারাতলায় বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

নিউজ রুমঃ
জুলাই ২৪, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় রাইস মিলের বয়লার (চুলা) বিস্ফোরণে ফয়সাল (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।  আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার পেয়ারাতলায় মা-বাবা আটো অ্যাগ্রো ফুড অ্যান্ড রাইস মিলের বয়লার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল একই উপজেলার লক্ষীপুর গ্রামের ব্রিজপাড়ার কামাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. রাকিব হাসান জানান, ফয়সাল হোসেন আজ রোববার বেলা পৌনে ১২ টার সময় মা-বাবা এগ্রো ফুডের পুরাতন একটি বয়লারে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ করেই বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরিত বয়লারের আঘাতে ফয়সাল হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামে বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।