জাহিদ বাবু/মিঠুন মাহমুদ: জীবননগর ধান্যখোলা গ্রামের ইছাখালির মাঠে হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার সময় ৪০টি দলের অংশগ্রহনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামের যুব সংঘের আয়োজনে আবুল কাশেমের সভাপতিত্বে হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গরুদৌড় প্রতিযোগিতায় বিজয়ী ধান্যখোলা গ্রামের আনারুল, কুসুমপুরের ভুন্দা এবং মেদনীপুরের নাজিমউদ্দিনের হাতে পুরস্কার তুলেদেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু. মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক মোল্লা, সাধারণ সম্পাদক আ. শুকুর বিশে বিশ্বাস, মহিউদ্দিন, আসাদ মেম্বার, মমিন মেম্বার, সাবেক মেম্বার রবিউল প্রমুখ। এদিকে, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা দেখতে নারী-পুরুষসহ হাজারো দর্শক ধান্যখোলা গ্রামের মাঠে ভীড় জমান। তা ছাড়া এ খেলা দেখাকে কেন্দ্র করে গোটা গ্রামের প্রতিটি বাড়িতে আত্বীয় স্বজনের ধুম পড়ে যায়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জহুরুলও ফারুক।