
জীবননগর অফিস:
জীবননগ উপজেলার গোয়ালপাড়ায় ভয়াবহ অগিুকাণ্ডের ঘটনায় এক প্রান্তিক কৃষক সর্বশান্ত হয়েছে। গত শনিবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আবু হোসেনের ছেলে আ. রহিম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে দুটি ষাড়, একটি গাভী ও তিনটি ছাগল কিনেছিলেন। গত শনিবার দিবাগত রাতে তার বাড়িতে আগুন লাগে। প্রতিবেশীরা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে জানায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতবাড়িতে থাকা ঘাড় ও ছাগল পুড়ে হয়। এতে কৃষক সব হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছে।