জীবননগরের আন্দুলবাড়ীয়ায় শিবপূজা উৎসব

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় ১৪ গ্রামের উদ্যোগে হিন্দু-বৌদ্ধ তথা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শিবপূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অনন্তপুর ও কর্চাডাঙ্গা মৌজার যৌথ সীমান্তে অবস্থিত মা মনসা সেন মন্দিরে এ শিবপূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন মা মনসা সেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক শ্যামল দেবনাথ, সহসভাপতি বরুন দেবনাথ, উৎপল দত্ত, কোষাধ্যক্ষ দিলীপ কুমার তাপস দেবনাথ, সহসাধারণ সম্পাদক সন্তষ কর্মকার ও পূজারী বিশ্বজিৎ চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন কর্চাডাঙ্গা মহাশ্মশান উন্নয়ন কমিটির উপদেষ্টা নারায়ণ ভৌমিক, বিজয় হালদার, কর্চাডাঙ্গা মহাশ্মশান উন্নয়ন কমিটির সভাপতি বিন্দা কুমার ভৌমিক, মা মনসা সেন মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি প্রদীপ কুমার ভৌমিক, হিন্দু সম্প্রদায়ের অন্যতম নেতা দেবেন হালদার, মদন কুমার হালদার ও নারী নেত্রী শ্রীমতি শান্তনা রাণী শর্মা। এছাড়াও শিবপূজা উপলক্ষে ১৪ গ্রামের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ও ভক্ত অনুরাগীরা স্বতঃস্ফূর্তভাবে এ শিবপূজায় অংশ নেন। শিবপূজার উদ্যাপনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল শিবের মাথায় জল ঢালা, আনন্দ কৃর্তন ও প্রসাদ বিতরণ।