হাসাদাহ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার রায়পুরে বিনামূল্যে একদিনের স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় রায়পুরে আরআর অফিসে পুরুষ-মহিলা ও শিশুদের মধ্যে বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পিকেএসএফ এর সহযোগিতায় ও আরআরএফ-এর বাস্তয়ানে ১৭০ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করেন ডাক্তার মেহবুবা নাজনীন ছন্দা ও মেহেদী আল মাসুম। এসময় রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, সমৃদ্ধি কর্মসূচি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, ওহিদুর রহমানসহ রায়পুরের আরআরএফ অফিস কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।