জিপু চৌধুরীর করোনাকালীন কর্মকাণ্ডের প্রশংসা

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
করোনা আক্রান্ত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রোগমুক্তি কামনায় চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহান চৌধুরী জিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র সাঈদুর রহমান মিন্টু।
প্রধান অতিথি মেয়র মিন্টু তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের সকলকে এক হয়ে করোনা মোকাবিলা করতে হবে। এটি একটি চ্যালেঞ্জে, এই চ্যালেঞ্জের মাত্রা নির্ভর করছে করোনা পরিস্থিতি কতদিন দীর্ঘস্থায়ী হবে তার ওপর। এই করোনাকালীন সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরাসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মেনে সাধারণ মানুষের দুয়ারে-দুয়ারে ত্রাণ, খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। আর এই সময় অনেক নেতা-কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন এবং হচ্ছেন। আজকের এই অনুষ্ঠানে এই সকল নেতা-কর্মীদের সুস্থতা কামনায় আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন।’ সবশেষ তিনি চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহান চৌধুরী জিপুর করোনাকালীন সময়ে রাত-দিন এক করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সামসুল আবেদীন খোকন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীর, আফসার উদ্দিন কলেজের অধ্যক্ষ ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহাবুবুল ইসলাম সেলিম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মফিজুর রহমান মাফি, ইমরান আহমেদ বিপ্লব, আবু তাহের, শেখ ভুলন, ওয়াসিম, আলীম, কবির, ১নং ওয়ার্ড সভাপতি ওয়াশিম, সাধারণ সম্পাদক মামুন, ৪নং ওয়ার্ড সভাপতি পিন্টু, সাধারণ সম্পাদক রবিন শেখ, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তুহিন আহমেদ, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হুছাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর, সাবেক দপ্তর সম্পাদক শেখ সামি তাপু, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, সদর থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান আহমেদসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি।