জীবননগরে প্রাথমিক সমাপনী পরিক্ষায়
জীবননগর অফিস: জীবননগরে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধা সাড়ে ৬টার সময় জীবননগর দৌলৎগঞ্জ যুব সংঘের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। দৌলৎগঞ্জ যুব সংঘের জেবু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক সমাপনী পরিক্ষায় (পিএসসি) অংশ নিয়ে জিপিএ-৫ প্রাপ্ত পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকার ৯ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সংবর্ধনা স্বরুপ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জীবননগর পৌরসভার প্যানেল মেয়র সোয়েব আহম্মেদ অঞ্জন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার ৩নং ওর্য়াড কাউন্সিলর সাংবাদিক আতিয়ার রহমান, জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাহিদ বাবু, আ. সালাম, চ্যানেল এস’র জেলা প্রতিনিধি মিঠুন মাহমুদ, সাংবাদিক এআর ডাবলু। এ সময় উপস্থিত ছিলেন দৌলৎগঞ্জ যুব সংঘের লিমন, সবুজ, আসাদ, হাবিবুর, শিমুল, মাহি, রমেন, আসিফ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন দৌলৎগঞ্জ যুব সংঘের মহিববিল্লাহ।