জীবননগরে মাদক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচার করে দুধবারি নামের এক ব্যক্তিকে হয়রানি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দুধবারি জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের মৃত নুর বক্সের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুধবারি পাঁচ বছর আগে মাদকের ব্যবসা ছেড়ে নিজ বাড়িতে একটি মুদি দোকান এবং পোল্ট্রির খামার স্থাপন করে অসৎ পথ ছেড়ে স্বাভাবিকভাবে জীবনযাপন শুরু করেন। এবং এর মাধ্যমে ছেলে-মেয়ের লেখাপড়াসহ তাঁর পরিবারের সকলের জীবিকা নির্ভর করেন। কিন্তু বর্তমানে এলাকার কিছু মাদক ব্যবসায়ী তাঁকে ফাঁসানোর জন্য হুমকি প্রদান করেছে। এছাড়াও ওই চক্রটি ঝিনাইদহ থেকে অবৈধভাবে পরিচালিত অনলাইন ভিত্তিক জাস্ট টিভি নামের একটি নিউজ পোর্টালের রিপোর্টার পরিচয় দিয়ে দুধবারির নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে দুধবারির নামে নিউজ করবে বলে হুমকি প্রদান করে। দুধবারি তাদের কথায় কোনো কর্ণপাত না করে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করে। যার ফলে ওই চক্রটি দুধবারির দোকানের ভিডিও ও মিথ্যা মাদকের ছবি দিয়ে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়।
এবিষয়ে ভুক্তভোগী দুধবারি বলেন, ‘আমি আজ থেকে পাঁচ বছর আগে মাদকের সাথে কম-বেশি জড়িত ছিলাম। আমার ছেলে-মেয়ের মুখপানে তাকিয়ে ২০১৭ সালে তৎকালীন পুলিশ সুপারের নিকট আমি আত্মসমর্পণ করি এবং মুচলেকা প্রদান করি। তারপর থেকে আমি মাদক থেকে দূরে থাকি। বাড়িতে মুদি দোকান ও পোল্ট্রির খামার ব্যবসার মাধ্যমে আমাদের জীবন-জীবিকা চলে। গত কয়েকদিন আগে একটি নম্বর থেকে আমাকে ফোন দিয়ে জাস্ট টিভির সাংবাদিক পরিচয় দিয়ে বলে তুমি মাদকের ব্যবসা করো আমাদের ৫০ হাজার টাকা দিতে হবে, না দিলে তোমার ছবি নেটে ছেড়ে দেব। আমি তাকে বলি আমি মাদকের ব্যবসাও করি না, আপনাদেরও টাকা দিব না। যারা বলেছে, তাদের কাছ থেকে টাকা নেন। তারপর আবার ফোন দিয়ে বলে ঠিক আছে ২০ হাজার টাকা দাও, তা নাহলে ছবি নেটে দিব। আমি তাদের কোনো কথাই শুনতে চাইনি। কারণ আমি তো মাদকের ব্যবসা করি না। তাই কেন তাদের টাকা দিতে হবে। গত দুই দিন আগে আমার ছেলে আমাকে বলছে ফেসবুকে তোমার নামে জাস্ট টিভি নামের একটি অনলাইন পোর্টালে নিউজ হয়েছে। এই নিউজের কারণে আমার ছেলে-মেয়েরা ঘরের বাইরে বের হতে পারছে না।’
এবিষয়ে মনোহরপুর ইউপি সদস্য মো. ইদবারী বলেন, দুধবারি গত পাঁচ বছর আগে মাদকের ব্যবসা ছেড়ে দিয়েছেন। তিনি এখন সারাদিন মুদি দোকান আর পোল্ট্রি মুরগির ব্যবসা করেন। তাঁর বিরুদ্ধে এই পাঁচ বছরের মধ্যে এলাকায় কোনো মাদক আনা বা বিক্রি করার অভিযোগ নেই। মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল বলেন, ‘আমার জানা মতে দুধবারি একজন মুদি দোকানী। বর্তমানে এলাকায় তাঁর বিরুদ্ধে মাদকের বিষয়ে কোনো অভিযোগ নেই। হয়ত এক সময় সে মাদক ব্যবসা করেছে, কিন্তু এই পাঁচ বছর তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই। তাছাড়া তার ছেলে-মেয়েও এখন স্বাবলম্বী। কেউ হয়ত শত্রুতামূলকভাবে এই কাজটা করেছে।’
এবিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক বলেন, ‘দুধবারির বিরুদ্ধে ভিডিওটি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’