জালটাকা ব্যাবসায়ী বকুল হোসেনের প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ সর্বশান্ত

আলডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার প্রাঁচলিয়া গ্রামের জালটাকা ব্যাবসায়ী বকুল হোসেনের প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ সর্বশান্ত হতে চলেছে। সম্প্রতি আলমডাঙ্গা পুরাতন পাঁচলিয়া গ্রামের মেহের আলীর ছেলে বকুল হোসেন ডাউকি গ্রামের বণি মালিতার ছেলে গরু ব্যবসায়ী বিপ্লব হোসেনের কাছ থেকে ৪৩ হাজার টাকা গরু ক্রয় করে। পরবর্তীতে বিপ্লব দেখতে পায় এরমধ্যে ৩৭ হাজার টাকা জাল টাকা। সবই ৫ শত টাকার নোট। এ ব্যাপারে বিপ্লব বকুলের কাছে টাকা ফেরত দিতে গেলে বকুল হোসেন এ ব্যাপারে সম্পূর্ণ অস্বীকার করে। বিপ্লবের জাল টাকার কারবার সম্পর্কে গ্রামবাসীরা অবগত আছেন। এর আগেও বহুলোকের কাছে গরু ক্রয় করে জাল টাকা নিয়ে ঝামেলায় পড়েছে বকুল। বিপ্লববে টাকা ফেরত না দিলে বিপ্লব ও তার লোকজন বকুলকে ধরে আটকিয়ে রাখে। পরবর্তীতে খবর পেয়ে বিপ্লবের লোকজন ৩৭ হাজার টাকা নগদ দিয়ে জালা টাকা ফেরত নিয়ে বিপ্লবকে ছাড়িয়ে নিয়ে আসে। এ ব্যাপারে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জাল টাকার কারবারী বকুলের হাত থেকে এলাকাবীদের রক্ষা করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।