জামায়াত প্রার্থী আব্দুল কাদেরের প্রার্থিতা প্রত্যাহার

দর্শনা অফিস:
দর্শনা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল কাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। গতকাল রোববার বেলা একটার দিকে দর্শনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে প্রার্থিতা প্রত্যাহারে ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে আব্দুল কাদের বলেন, ‘আগামী ১৬ মার্চ উপ-নির্বাচনের জন্য আমার দল জামায়াতে ইসলামী আমাকে দর্শনা পৌরসভার মেয়র পদে মনোনয়ন দেয়। দলীয় সিদ্ধান্তে আমি মনোনয়নপত্র সংগ্রহ করি। মনোনয়নপত্র সংগ্রহের পর গণসংযোগ শুর করি। তবে গত শুক্রবার সন্ধ্যায় রামনগর গ্রামে প্রচার করতে গিয়ে যুবলীগ কর্মীরা আমার ও সহকর্মীদের ওপর হামলা করে। একই দিন রাতে পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার না করে উল্টো আহত দর্শনা পৌর জামায়াতের আমির ও সাবেক কমিশনার সাহিকুল আলম অপু এবং ছানোয়ার হোসেন নামের দুজনকে আটক করে জেলহাজতে পাঠায়। পুলিশ আমার নির্বাচন পরিচালক আশকার আলীর বাড়ি তল্লাশীর নামে তছনছ করে। আমি যেন আজ মনোনয়নপত্র জমা না দিই, সে জন্য লাগাতার আমাকে মোবাইলে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে এখানে নির্বাচন করার ন্যূনতম কোনো পরিবেশ নেই। আমার ব্যক্তিগত নিরাপত্তা নেই। এমতাবস্থায় নির্বাচন থেকে আমি নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি।’