জাদুকরী ২ গোলে সব শঙ্কা উড়িয়ে দিলেন মেসি

খেলাধুলা প্রতিবেদন
বার্সেলোনা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত বদলানোর পর ফুটবল বিশ্বে কান পাতলেই শোনা যায় ‘মেসি কি নিজের সেরাটা দিতে পারবেন?’ এর উত্তরটা এর আগে মুখেই দিয়েছিলেন মেসি, ‘ক্লাব ছাড়ার সিদ্ধান্তের সঙ্গে মাঠের পারফরমেন্সের কোন যোগসূত্র নেই।’ এবার মাঠেও নিজের কথার প্রমাণ রাখলেন। বুধবার রাতে জিরোনোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জোড়া গোল করলেন। বার্সেলোনা জিতল ৩-১ ব্যবধানে। মেসির দুটি গোলই ছিল দৃষ্টিনন্দন। প্রথম গোলটি নিয়েই বেশি আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ডি-বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন সুপারস্টার ডান পায়ের বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন। বাঁ-পায়ের ফুটবলারের তকমা লেগে যাওয়া মেসির ডান পা-টাও যে কম কার্যকর নয় সেটাই বুঝিয়ে দিল জিরোনার বিপক্ষে বার্সেলোনার দ্বিতীয় গোলটা। ২১তম মিনিটে ফিলিপে কুতিনহোর গোলে এগিয়ে যায় বার্সা। জাদুকরী বাম পা দিয়েও লিওনেল মেসি করেছেন আরেকটি দর্শনীয় গোল। সেটাও ডি-বক্সের বাইরে থেকে। বারপোস্ট ঘেঁষে মেসির মাপা শটে যেন কিছুই করার ছিল না জিরোনা গোলরক্ষকের। ৬৩ মিনিটে মেসিকে তুলে নেন কোচ রোনাল্ড কোম্যান। মাঠ ছাড়ার সময় মেসি-কোম্যানের একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ছবিতে দেখা যায়- মেসি তাকিয়ে আছেন কোচের দিকে আর কোম্যান মাঠে। বোঝাই যাচ্ছে দু’জনের সম্পর্কটা এখনো মধুর হয়ে ওঠেনি। সেটা না হলেও আগামী ২৭শে সেপ্টেম্বরই মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নেমে পড়তে হবে বার্সেলোনাকে। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে কাতালানদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল।