নিজস্ব প্রতিবেদক:
জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ খুলনা বিভাগের ১০ জেলায় দেড় ঘণ্টা ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। গতকাল বুধবার রাত ১১টার পর থেকে প্রায় দেড়টা পর্যন্ত এ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। এ সময় এসব জেলার সাধারণ মানুষ বিদ্যুতের জন্য চরম ভোগান্তিতে পড়ে। চুয়াডাঙ্গা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ময়নুদ্দিন বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য খুলনা বিভাগের ১০ জেলায় প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। পরে বিদ্যুৎ সংযোগ পুনরায় স্বাভাবিক হয় রাত দেড়টার দিকে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।