জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত
- আপলোড টাইম : ০৯:৩৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮
- / ৪৯৯ বার পড়া হয়েছে
কবির স্মৃতি ফলকে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দোয়ার মাহফিলের মধ্যদিয়ে
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি বিজড়িত কার্পাসডাঙ্গা আটচালা ঘর সংলগ্ন কবির স্মৃতি ফলকে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। গতকাল সোমবার এ পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো পবিত্র কোরআন তেলাওয়াত, কবি সাহিত্যিক-শিল্পী-গুনীজনদের আলোচনা সভা, কবির আত্মার শান্তি কামনায় দোয়া, সঙ্গীতা অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে স্মরণসভা অনুষ্ঠানে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকউর রহমান শাফিক মাষ্টার, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ, নজরুল স্মৃতি বিজড়িত আটচালা ঘর মালিক মি. প্রকৃতি বিশ্বাস, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আসাদুর রহমান আসাদ। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অগ্নিবীনা প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ভাবুক কবি ও সাংবাদিক এইচ এম সিরাজ, চুয়াডাঙ্গা সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুন্সি আবু সাইফ। এসময় আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক শ্রমিক নেতা শওকত আলী, কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাশার, কার্পাসডাঙ্গা বালিকা মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আমিন, শ্রী রঘুনাথ পাল, শিল্পী কবি শিক্ষিকা জেসমিন, আকলিমা, সোনিয়া আফরিন, কনা, কাওছার, কাদের বিশ্বাস, বুলবুল, রফিক, মাওলানা আব্দুর রশিদ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন, সুলতান, রাসেল, সাংবাদিক শাহ আলম সনি, এ্যাড.রফিকুল ইসলাম, এমএ জলিল, অরন্য আতিক, শরীফ রতন, মেহেদী হাসান মিলন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।