চুয়াডাঙ্গা রবিবার , ২৮ আগস্ট ২০১৬

জাতীয় কবি কাজী নজরুলের ৪১তম প্রয়াণ দিবস উপলক্ষে কার্পাসডাঙ্গায় দিনব্যাপী নানা কর্মসূচি পালিত ‘‘ঐ নূতুনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর’’

সমীকরণ প্রতিবেদন
আগস্ট ২৮, ২০১৬ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

uihfgiuedbfআওয়াল হোসেন/আহাদ আলী: কবি কাজী নজরুল ইসলাম বাংলার বিদ্রোহী আত্মা ও বাঙ্গালির স্বাধীন ঐতিহাসিক সত্ত্বার রুপকার। বাংলার শেষ রাতের ঘনান্ধকারে নিশীথ নিশ্চিন্ত নিদ্রায় বিপ্লবের রক্তলীলার মধ্যে বাংলার তরুনেরা শুনেছে রুদ্র-বিধাতার অট্রহাসি, কাল ভৈরবের ভয়াল গর্জন নজরুলের জীবনে, কাব্যে,সংগীতে ও তাঁর কন্ঠে। প্রচন্ড সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতো, লেলিহান অগ্নিশিখার মতো, পরাধীন জাতির তিমির ঘন অন্ধকারে বিশ্ববিধাতা নজরুলকে এক স্বতন্ত্র ছাঁচে গড়ে পাঠিয়েছিলেন এই ধরার ধূলায়…। অগ্নিবীণা চুয়াডাঙ্গা জেলা সংসদের আয়োজনে এবং কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ ও শিল্পী সোহরাব হোসেন স্মৃতি সংসদের সহযোগীতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম প্রয়াণ দিবস উপলক্ষে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশন পাড়ায় দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। ‘‘ঐ নূতুনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর’’ শীর্ষক দিনব্যাপী কর্মসূচির প্রথমেই সকাল সাড়ে ১০টায় আটচালা নজরুল স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান ও চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু। এরপর নজরুল স্মৃতি পরিষদের সভাপতি দর্শনা সরকারী কলেজের সাবেক অধ্যাপক আব্দুল গফুর, অগ্নিবীনা কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম সিরাজসহ সকল নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পন শেষে মিশন স্কুল চত্বরে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান ও চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু। এরপর নজরুল স্মৃতি পরিষদের সভাপতি দর্শনা সরকারী কলেজের সাবেক অধ্যাপক আব্দুল গফুর এর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, দ্য রির্পোট টুয়েন্টিফোর ডট কম ঢাকা উপদেষ্টা সম্পাদক ফকির শওকত, বিশিষ্ট সঙ্গীতঙ্গ ওস্তাদ মো: মশিউর রহমান, ঢাকা বুলবুল একাডেমির সঙ্গীত শিক্ষক নূরিতা নুসরাত খন্দকার। আলোচনা পর্বের শুরুতেই কোরান তেলাওয়াত করেন মাও: নুরুল আমিন, গীতা পাঠ করেন শ্রী রঘুনাথ পাল ও বাইবেল পাঠ করেন স্বাধীন সরকার। এরপর কবি নজরুলের বানী সম্বলিত উত্তরীয় মঞ্চে উপস্থিত সকলকে উত্তরীয় পরিয়ে দেন অগ্নিবীনা কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম সিরাজ উদ্দিন। এরপর কবি কাজী নজরুল ইসলামের কার্পাসডাঙ্গায় আগমন স্মৃতি কথা পাঠ করেন নজরুল স্মৃতি সংসদের সাধারন সম্পাদক কার্পাসডাঙ্গা কলেজের ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম। নজরুল ইসলামের স্মৃতি কথা  পাঠ শেষে নজরুলকে ঘিরে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, কার্পাসডাঙ্গা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হামিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট্র, কার্পাসডাঙ্গা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হামিদুল ইসলাম, অগ্নিবীনা কেন্দ্রীয় সংসদের  প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম সিরাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাষ্টার, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, চুয়াডাঙ্গা জেলা অগ্নিবীনা সংসদের সভাপতি আলী আহম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজীর আহম্মদ ও দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ, কার্পাসডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি রবিউল হোসেন শুকলাল, চুয়াডাঙ্গা জেলা সংসদের যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামান রানা,কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহবায়ক আ: সালাম বিশ্বাস, কার্পাসডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক জাহিদুর রহমান মুকুল, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সানাউল কবির শিরিন, নিশাত শারমিন সোনিয়া, আকলিমা খাতুন, রঘুনাথ পাল, প্রকাশ ঘরামী, কবি ময়নুল হাসান, সোয়েব দরবেশ, রেভা: ইম্মানুয়েল মন্ডল, ১ নং ওয়ার্ড আ: লীগের সাধারন সম্পাদক শ্রমিক নেতা শওকত আলী প্রমূখ। আলোচনা শেষে এলাকার গুনীজনদের কেষ্ট তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সবশেষে কবি নজরুলের কবিতা আবৃতি, নৃত্য ও নজরুল সংগীত পরিবেশিত হয়। শিল্পী মশিউর রহমানসহ স্থানীয় স্কুল কলেজের ছেলেমেয়েরা কবি নজরুলের কবিতা আবৃতি, নৃত্য ও নজরুল সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানটি সমন্বয় ও পরিচালনা করেন কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাধারন সম্পাদক নজরুল প্রেমী সাইফুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।