জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা কমিটির অনুমোদন
- আপলোড টাইম : ১০:২৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮
- / ৪১০ বার পড়া হয়েছে
ডালিম সভাপতি আসলাম সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট এনেক্স ভবনে কেন্দ্রীয় মহাসচিব ব্যারিষ্টার এএম মাহবুব উদ্দিন খোকন ৬২ সদস্য বিশিষ্ট এ কমিটির ২ বছরের জন্য অনুমোদন দেয়। এসময় কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিষ্টার এএম মাহবুব উদ্দিন খোকন নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলামের হাতে তুলে দেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমিটির নব-নির্বাচিত সভাপতি অ্যাড. সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলামসহ ৬২টি সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা ইউনিট কর্তৃক আয়োজিত গত ১১ অক্টোবরের সভায় আলোচনার প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে গঠিত কমিটি অনুমোদনের জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাছে প্রেরণ করা হয়। নবগঠিত কমিটি আগামী দিনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য ফোরামের সকল নেতাকর্মিকে সাথে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।