জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যাচ্ছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি এ লক্ষে ছয় মাসের প্রশিক্ষণ শেষ করেছেন। মিশনে যাওয়ার পূর্বে তাঁকে ঢাকায় পুলিশ হেড কোয়ার্টারে বদলি করা হয়েছে গত ১৭ আগস্ট। এক বছর তিনি জাতিসংঘের এ শান্তিরক্ষী মিশনে থাকবেন। ২০১৬ সালের নভেম্বরে তিনি চুয়াডাঙ্গায় সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। চুয়াডাঙ্গাতে সুদীর্ঘ সময়ে তিনি সুনামের সঙ্গে চাকরি করেছেন। এখান থেকেই তিনি সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পান।
এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বিদেশে শান্তিরক্ষী মিশনে যাওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ সমীকরণ পরিবার।
অপর দিকে, চুয়াডাঙ্গা থেকে বিদায় বেলায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, ‘২০১৬ সালের নভেম্বর হতে এ পর্যন্ত দীর্ঘ সময় চুয়াডাঙ্গায় কাটালাম। অনেক স্মৃতি, অনেক ভালোবাসা চুয়াডাঙ্গার সঙ্গে জড়িয়ে আছে। চুয়াডাঙ্গাবাসী আমার প্রতি যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছে, তা ভুলবার নয়। দীর্ঘদিন কাজ করতে গিয়ে দেখেছি এখানকার সাধারণ মানুষ, সাংবাদিক, রাজনৈতিক নের্তৃবৃন্দ, শিক্ষক, ইমাম, ব্যবসায়ীসহ সকল স্তরের জনগণ খুবই সহযোগী মনোভাব সম্পন্ন।’