নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের ৭১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি শাহরিন হক মালিককে বিশেষ সংবর্ধনা প্রদান করেছে চুয়াডাঙ্গা পৌর এলাকার ৭নং ওয়ার্ডবাসী। চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী, প্রেসক্লাবের দাতা সদস্য শাহরিন হক মালিক পৌরসভার ৭নং ওয়ার্ডের ঝিনাইদহ বাসষ্ট্যান্ডপাড়ার স্থায়ী বাসিন্দা। গতকাল বিকাল ৫টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ভবনের হলরুমে ৭নং ওয়ার্ডের বসবাসকারী রাজনৈতিক, সামাজিক, সাংবাদিকসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে এই সংবর্ধনা প্রদান করে। ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা সিনিয়র আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ বদিউল আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা অফিসার আনিসুজ্জামান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের পরিচালক সালাউদ্দিন মোহাম্মদ মতুর্জা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মজিবুল হক মালিক মজু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক সাংবাদিক বিপুল আশরাফ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী রেজাউল হক জোয়ার্দ্দার, সুলতান মাহমুদ জোর্য়াদ্দার, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, মজনুল হক পচা। এর আগে বন্ধু মহলের পক্ষে রাজু আহমেদ, লিপু, হামিদুর রহমান রিপন, মিল্টনসহ অন্যরা শাহরিনের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে স্থানীয় ব্যবসায়ীদের পক্ষে মিজান, মকছু, হারুন ও তরুণ সংগঠনের পক্ষে লিমন, শুভ, অনিক ফুলের তোড়া দিয়ে শাহারিনকে বরণ করে নেন। বক্তারা বলেন, শাহরিন শুধু ৭নং ওয়ার্ডের গর্ব নয় । সে আমাদের খুলনা বিভাগের একজন গর্বিত সন্তান। আগামীতে সে জনসেবামুলক কাজ করে এই জেলার মুখ উজ্জ¦ল করবে এমনটা আমরা আশা করি। সংবর্ধনা অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও সনঞ্চালনা করেন সফিকুল ইসলাম পিটু ও সৈয়দ শরিফুল আলম বিলাস।