
ALBIREO
স্বাস্থ্য ডেস্ক: জরায়ু বা সার্ভিক্যাল ক্যান্সার শনাক্ত করতে সাধারণত প্যাপ স্মেয়ার টেস্ট করা হয়ে থাকে। আর বিশেষজ্ঞগণ বলছেন, শুধু প্যাপ টেস্টে কেবল মাত্র ৭০ ভাগ পর্যন্ত জরায়ুর ক্যান্সার শনাক্ত করা সম্ভব। প্যাপ টেস্টের পাশাপাশি যদি এইচপিভি ডিএনএ টেস্ট করা হয় তবে জরায়ুর ক্যান্সার শনাক্ত করা যায় শতকরা প্রায় ১০০ ভাগ। এই গবেষণালব্ধ তথ্যটি দিয়েছেন সিঙ্গাপুর জেনারেল হসপিটালের গবেষকগণ। গবেষকগণ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পঁচিশ ঊর্ধ্ব প্রায় ২ হাজার মহিলার ওপর এ ধরনের কো-টেস্টিং করে এ রিপোর্ট প্রকাশ করেন। বিশেষজ্ঞগণ বলছেন, ক্যান্সারের পূর্বাবস্থা এবং ক্যান্সার শনাক্ত করার জন্য সাধারণত প্যাপ স্মেয়ার্স টেস্ট করা হয়ে থাকে। ২০১৩ সাল থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নারীদের জরায়ুর ক্যান্সার শনাক্ত করতে কো-টেস্টিং চালু করা হয়েছে। এ পর্যন্ত ৫ হাজার নারীর এ ধরনের টেস্ট করা হয়। ট্রেইট টাইমস পত্রিকায় প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয় বছরে অন্তত দুই শতাধিক সিঙ্গাপুরিয়ান নারী জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হন এবং দেশটির নারীদের ক্যান্সারের মধ্যে ১০ম স্থানে রয়েছে জরায়ুর ক্যান্সার।