
দর্শনা অফিস:
দেশের ঐতিহ্যবাহী ভারিশিল্প প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা জেলার দর্শনা কেরুজ চিনিকল। আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এ চিনিকলের দ্বি-বার্ষিক নির্বাচন। উতোমধ্যে জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রার্থীদের ব্যানার, ফেস্টুনে ভরে গেছে চিনিকল এলাকা। পৌষের শীত ও হিমেল হাওয়া উপেক্ষা করে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে শ্রমিকদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেবেন।
এদিকে, নির্বাচন তফশিল অনুযায়ী আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন। দুপুর ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত সময় থাকবে মনোনয়নপত্র দাখিলের জন্য। বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে মনোনয়নপত্র বাছায় ও প্রতীক বরাদ্দ এবং রাত ৮টা পর্যন্ত প্রার্থীরা পদ প্রত্যাহার করতে পারবেন।
তফসিল অনুযায়ী এ নির্বাচনের ভোটকেন্দ্র কেরুজ পুরাতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হওয়ার কথা থাকলেও শ্রমিকদের স্বার্থে তা পরিবর্তন করে কেরুজ নতুন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম। এবারের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব পরিবহন বিভাগের (প্রকৌশলী) আবু সাইদ, সদস্য প্রশাসন বিভাগের উপ-ব্যবস্থাপক (পার্সোনাল) আল আমিন, উপ-ব্যবস্থাপক (হিসাব) জাবেদ হাসান, জুনিয়ার অফিসার (বাণিজ্যিক) জহির উদ্দিন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা প্রথম বৈঠক করেছেন গত ২৩ জানুয়ারি সন্ধ্যায়। পরদিন সকাল ১০টায় ইউনিয়ন পরিষদে সম্ভাব্য প্রার্থীদের সাথে বৈঠক শেষে ঘোষণা করেন নির্বাচনী তফসিল। ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ জানুয়ারি বেলা ১১টার দিকে নির্বাচনী এলাকার বিবরণ প্রকাশ, ২৬ জানুয়ারি সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, পরের দিন সকাল ১০টায় ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তির বিষয়ে আপত্তির শেষ সময়, একই দিন সন্ধ্যা ৭টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
আগামীকাল ২৯ জানুয়ারি বিকেল ৩টার দিকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৪ ফেব্রুয়ারি কেরুজ নতুন হাইস্কুলে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
গত নির্বাচনে চিনিকলের বিদ্যুৎ ও কারখানা, প্রকৌশলী, পরিবহন, ইক্ষু উন্নয়ন, ইক্ষু সংগ্রহ বিভাগসহ বাণিজ্যিক খামার, হিসাব, প্রসাশন ভান্ডার, স্বাস্থ্য বিধান, ইমারত, সেনিটেশন, হাসপাতাল, চোলাই মদ কারখানা ও ডিস্টিলারি শ্রমিক-কর্মচারীদের নিয়ে সর্বমোট ভোটার সংখ্যা ছিলো ১ হাজার ৮৮টি। এদিকে দেশের ৬টি চিনিকল বন্ধ হওয়ায় বিভিন্ন মিলের ২৭০ জন শ্রমিক-কর্মচারী কেরুজ চিনিকলে যোগদান করেছেন। ফলে মোট ভোটার সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৩৫৮ জনে। তবে গত ২ বছরে চিনিকল থেকে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অবসরগ্রহণ ও মৃত্যু বরণ করায় এবার মোট সম্ভাব্য ভোটার সংখ্যা দাড়াতে পারে ১ হাজার ৩০০ জনের কাছাকাছি।
এ নির্বাচনে পরিবর্তন আনা হয়েছে পরিষদের সদস্য সংখ্যায়। তথ্যামতে কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের বর্তমান পরিষদে নির্বাচিত প্রতিনিধির সংখ্যা ১৩ জন। বছর ছয়েক আগে ২৫ সদস্যের কমিটির পরিবর্তন করে তা ১৩ সদস্যের করা হলেও এবার সংশ্লিষ্ট বিভাগ থেকে তা পরিবর্তন করে ফের ২৫ সদস্যের কমিটি নির্ধারণ করা হয়েছে। ফলে এবারের নির্বাচনে ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রার্থীরা।