জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ডাবলুর ভাই হান্নানকে বেধরক মারপিট: মামলা দায়ের

আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নে ছত্রপাড়া গ্রামের আতাউর রহমান ডাবলু বাদি হয়ে নাজিম উদ্দিন কাজীর ছেলে হাসিবুল, আফিল উদ্দিনের ছেলে জহুরুল ইসলামের নামে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। জানাযায়, আতাউর রহমানের সাথে জমাজমি নিয়ে এদের সাথে পূর্ব বিরোধ চলে আসছিল। গত ৫ আগষ্ট দুপুর ২ টার দিকে আতাউর রহমানের জমিতে উল্লেখিত ব্যক্তিদ্বয় অনাধিকারে প্রবেশ করে জমিতে লাগানো ৬টি মেহগনি গাছ কেটে ফেলে। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। বিষয়টি জানতে পেরে তাদের কাছে প্রতিবাদ করলে তারা আতাউর রহমান ডাবলু গালি গালাজ ও হুমকি প্রদর্শন করে। এক পর্যায়ে মারধর করতে গেলে আতাউর চলে আসে। বাড়ি এসে আতাউর তার মেঝ ভায় আব্দুল হান্নানকে জানান। তার ভাই এ বিষয়ে তাদের সাথে কথা বললে তারা লাঠি সোঠা দিয়ে আতাউর রহমানের মেঝ ভাইকে বেধরক মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীল ফোলা যখম করে। তাদের চিৎকারে আসপাশের লোকজন আব্দুররশিদ, আব্দুল মাবুদ, মোঃ আকুব্বার হোসেনসহ এলাকাবাসী এগিয়ে আসলে আসামী হাসিবুল ও জহুরুর প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ছত্রপাড়া গ্রামের বদর উদ্দিনের ছেলে আতাউর রহমান ডাবলু বাদি হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।