জনযুদ্ধ’র আঞ্চলিক নেতা বারী হক খুন : গুলিবিদ্ধ লাশ উদ্ধার
- আপলোড টাইম : ০৯:৪৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮
- / ৫৫৬ বার পড়া হয়েছে
দামুড়হুদায় অভ্যন্তরীণ কোন্দলে পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি এমএল
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় চরমপন্থী বারী হক (৪৫) এর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ৯টায় দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের ছালাভরা মাঠে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বারী হক একই উপজেলার নতিপোতা গ্রামের মৃত পঁচু শেখের ছেলে ও পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি এমএল (জনযুদ্ধ) রুহুল বাহিনীর আঞ্চলিক নেতা ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে ছালাভরা মাঠে কাজে যাচ্ছিলেন কৃষকরা। এসময় হোগলডাঙ্গা গ্রামের নৈমুদ্দিনের বেগুনের ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে দামুড়হুদা মডেল থানা পুলিশে খবর দেয়া হয়। পরে থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তি বারি হক বলে সনাক্ত করেন তার ভাই জামসার আলী। স্থানীয়রা আরো জানায়, বারী হক দীর্ঘদিন ভারতে পলাতক ছিলো। মাস ছয়েক আগে সে আবার এলাকায় ফিরে আসে আত্মগোপন করে থাকতো।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গতকাল সকাল ৮টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত বারী হক চরমপন্থী রুহুল বাহিনীর সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় খুন, ছিনতাইসহ ৫টি ও আশপাশের থানায় একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাকে গুলি করে হত্যা করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।