জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যের পরিবারকে ৭০ লাখ টাকা অনুদান

সমীকরণ ডেস্ক: রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় নজিরবিহীন জঙ্গি হামলায় নিহত চার পুলিশ সদস্যদের পরিবারকে ৭০ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে পুলিশ বাহিনীর পক্ষ থেকে। এছাড়াও মধুমতি ব্যাংক লিমিটেডের পক্ষ থেকেও প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। ফলে, সব মিলেয়ে চার পরিবারে মা ও স্ত্রীকে ৯০ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। বুধবার পুলিশ সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে অনুদানের নগদ অর্থ ও সঞ্চয়পত্র তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)এ কে এম শহীদুল হক। গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজেন বেকারিতে জঙ্গি হামলার পর সেখানে অভিযানে গিয়ে প্রাণ হারান এসি রবিউল করিম ও ওসি মোহাম্মদ সালাউদ্দিন। ছয়দিনের মাথায় শোলাকিয়ায় ঈদ জামাতের কাছে জঙ্গি হামলায় মারা যান কনস্টেবল আনসারুল হক ও জহিরুল হক। বুধবার পুলিশ সদরদপ্তরের অনুষ্ঠানে তাদের পরিবারের সদস্যদের মধ্যে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলামের মা করিমন নেছাকে ৫ লাখ ও তার স্ত্রী উম্মে সালমাকে ১৫ লাখ টাকা, ইন্সপেক্টর মো. সালাউদ্দিন খানের স্ত্রী রেমকিমকে ২০ লাখ টাকা, কনস্টেবল আনছারুল হকের স্ত্রী নুরুন্নাহার বেগমকে নগদ ৫০ হাজার টাকাসহ সাড়ে সাত লাখ টাকা ও মা রাবেয়া আক্তারকে নগদ ৫০ হাজার টাকাসহ সাড়ে সাত লাখ টাকা, কনস্টেবল জহিরুল ইসলামের মা জুবেদা খাতুনকে নগদ অর্থসহ ১৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এর পাশাপাশি মধুমতি ব্যাংকের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদান দেওয়া হয়।