ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মোবাইল ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। এসময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ছিনতাইকৃত তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। এরপূর্বে গত বৃহস্পতিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের খন্দকার পাড়ার মৃত স্বাধীনের ছেলে আশিকুর রহমান রুপক (৩০), জামজামি গ্রামের মেনোয়ারের ছেলে রাসেল আলী (১৯), গোবিন্দপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে লিমন (২২) ও আলমডাঙ্গা কলেজপাড়ার আলী হোসেনের ছেলে সামসুল আরেফিন ওরফে আরিফ (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি চুয়াডাঙ্গা পৌর এলাকার থানাকাউন্সিল পাড়ার ডিজিটাল মোড় থেকে এক কিশোরের মোবাইল ফোন ছিনতাই করে নেই একটি চক্র। ওই ঘটনায় চুয়াডাঙ্গা সাদর থানায় একটি লিখিত অভিযোগ করে কিশোরের পরিবার। অভিযোগের পর থেকেই আসামিদের ধরতে মাঠে মামে পুলিশ। এক পর্যায়ে পুলিশের উন্নত প্রযুক্তি ব্যাবহার করে আামিদের অবস্থান সনাক্ত করা হয়। গত বৃহস্পতিবার রাতে মামলার তদন্তকরী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপপরিদর্শক হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় উপজেলার কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তর করে। এসময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে তিনটি মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, সংশ্লিষ্ট মামলায় গতকালই আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।