ছাত্রলীগ নেতা টোকনের অস্ত্রোপচার সম্পন্ন : ৯জনকে আসামী করে মামলা : আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের রেল বাজারে প্রতিপক্ষের হামলায় গতকাল দুপুরে গুরুতর জখম ঠাকুরপুরের আব্দুল জলিলের ছেলে ছাত্রলীগ নেতা টোকনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এদিকে গতকাল সকালে টোকনের বাবা আব্দুল জলিল বাদী হয়ে ৯জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। তবে তদন্তের স্বার্থে তাদের নাম সাংবাদিকদের জানায়নি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওহিদ আসামীদের ধরতে জোর অভিযান অব্যাহত রেখেছেন বলে জানা গেছে। তবে ৯জন আসামীর মধ্যে একজনকে গতকালই রেল বাজার থেকে দেশীয় ছুরিসহ আটক করে ফাঁড়ি পুলিশ। আকটকৃত আসামী হলো ইমন(১৮)।