ছাগল-রাজহাঁসের খেলায় মামা-ভাগ্নে জয়ী

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

চুয়াডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আনিছ বিশ্বাস:
চুয়াডাঙ্গা সাতগাড়ী মতিয়ার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সাতগাড়ী স্থানীয় ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় মামা-ভাগ্নে স্পোর্টিং ক্লাব ও সাইলেন্স টু স্পোর্টিং ক্লাব। শত শত দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত উপভোগ্য ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য অমীমাংশিত হলে চ্যাম্পিয়ন নিশ্চিত করতে খেলাটি টাইব্রেকারে গড়াই। টাইব্রেকারে দলনায়ক বিপুলের দেওয়া একমাত্র গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মামা-ভাগ্নে স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ১টি খাশি ছাগল ও রানার্সআপ দলের হাতে ৩টি রাজহাঁস তুলে দেওয়া হয়। আমিনুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক মুজিবুল হক মালিক মজু, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মজনুল হক পচা, সাধারণ সস্পাদক এনামুলক হক, চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, মহিলা কাউন্সিলর শেফালী খাতুন, খাজের আলী ও ছানোয়ার হোসেন। ফাইনাল খেলার শুরুতে মরহুম মতিয়ার রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ নাহিদ।
উল্লেখ্য, ৮টি দল নিয়ে ওই টুর্নামেন্ট শুরু হয়েছিল। গতকাল ফাইনালের মাধ্যমে শেষ হলো আয়োজন। আয়োজক কমিটিতে ছিলেন বজলুর রহমান, রাজিব, সজিব, আবু সাঈদ, রতন, নাসির, ছোলাইমান, সুমন, আল-আমিন, জাহাঙ্গীর, বিপুল, জিহাদী প্রমুখ। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন রানার্সআপ দলের শাওন। ফাইনাল খেলাটি পরিচালনা করেন রেজাউল হক রেজা।