সবুজ দেশ নিউজ ফুটবল টুর্ণামেন্টে সাংবাদিকদের বল দখলের লড়াই
রিয়াজ মোল্যা, কালীগঞ্জ:
নিজ পেশার অনেক সিনিয়রদের চেনেন না নতুন প্রজন্মের সংবাদকর্মিরা। কিন্ত পরস্পরের মধ্যে চেনা জানা থাকাটা দরকার। আবার পেশাগত ব্যস্ততায় অনেকের সাথে অনেকের দেখা মেলেনা। বিষয়টি মাথায় নিয়ে ঝিনাইদহ কালীগঞ্জের জনপ্রিয় অনলাইন পোর্টাল সবুজ দেশ নিউজ আয়োজন করেছে ৪ দলীয় মিডিয়া কাপ বন্ধুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্টের। কালীগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতায় শনিবার বেলা ৩টায় সরকারি নলডাঙ্গা ভূষন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় সাংবাদিকদের অংশগ্রহণে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট। খেলায় স্বাগতিক প্রেসক্লাব ছাড়াও অংশগ্রহণ করেন ঝিনাইদহ, মহেশপুর ও কোটচাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকেরা। বেলা গড়ানোর সাথে সাথে খেলার মাঠে নবীণ ও প্রবীণ সাংবাদিকদের উপস্থিতি মিলনমেলায় রুপ নেয়। বিভিন্ন উপজেলা থেকে খেলতে আসা সংবাদকর্মিদের পরস্পরের সাথে পরিচয় ঘটে। সমবয়সীরা একস্থানে বসে বা দাঁড়িয়ে হাসি, তামাশা আর আড্ডায় মেতে ওঠা দর্শকদের নজর কাড়ে। মাঠে রেফারীর বাঁশি বাজানোর আগে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার, সবুজ দেশ নিউজের পৃষ্ঠপোষক বিএম সাইদুজ্জামান সবুজ, প্রেসক্লাব সভাপতি জামির হোসেন, সম্পাদক সাবজাল হোসেন সকল ক্লাবের খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নেন। পরস্পরের কুশল বিনিময়সহ সকল প্রস্ততি শেষে ঠিক বেলা সাড়ে ৩টায় রেফারী প্রথম খেলার বাঁশি বাজিয়ে দেন। এ খেলায় অংশগ্রহণ করে স্বাগতিক কালীগঞ্জ প্রেসক্লাব বনাম কোটচাঁদপুর প্রেসক্লাব। বন্ধুত্বপূর্ণ ম্যাচ হলেও যেন কেউ কারও ছাড় দিতে নারাজ। বল দখল আর প্রতিপক্ষের জালে বল জড়াতে সকলেই যেন মরিয়া। প্রথমার্ধের ৭ মিনিটের মাথায় স্বাগতিক দলের ৭নং জার্সিধারী যুগান্তর প্রতিনিধি শাহারিয়ার আলম সোহাগের বাড়ানো বলে পায়ের কারুকাজে বল জালে জড়িয়ে দেন যায়যায়দিন প্রতিনিধি তারেক মাহামুদ, কোটচাঁদপুর প্রেসক্লাব ০-১ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেন। এরপর দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে কালীগঞ্জ প্রেসক্লাবের অধিনায়ক ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনারের বাড়ানো বল আয়ত্বে নিয়ে ইনকিলাব প্রতিনিধি আশিকুর রহমান সোহাগের দুর্দান্ত শটে গোলরক্ষক পরাস্ত হন। আর বল জড়িয়ে যায় জালে। বাকি সময় কোটচাঁদপুর একাদশ মরিয়া হয়েও ২-১ ব্যবধানে ম্যাচ হেরে মাঠ ছাড়ে। দ্বিতীয় ম্যাচে ঝিনাইদহ প্রেসক্লাবকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠে মহেশপুর প্রেসক্লাব। পরে পড়ন্ত বিকেলে শিরোপা জিততে বল দখলের যুদ্ধে অবতীর্ণ হয় দুইদল। আক্রমন আর পাল্টা আক্রমনের মধ্যদিয়ে খেলা এগিয়ে চলছিল। পরে মহেশপুর দলের রক্ষণভাগের খেলোয়াড়ের ফাউলের সুবাদে সুযোগ পেয়ে যায় কালীগঞ্জ প্রেসক্লাব। পেনাল্টি শটে কালীগঞ্জ প্রেসক্লাবের ৭ নম্বর জার্সিধারী যুগান্তর প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ গোলে শট নিয়ে বল জালে জড়িয়ে দিয়ে স্বাগতিকদের আনন্দের বন্যায় ভাসিয়ে দেন। এরপর পরিশ্রান্ত মহেশপুর প্রেসক্লাবের খেলোয়াড়েরা বার বার চেষ্টা করেও গোল পরিশোধ না করতে পারায় ১-০ গোলে পরাজয় বরণ করে মাঠ ছাড়ে। খেলাশেষে সন্ধ্যায় কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেনের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সবুজ দেশ নিউজের পক্ষ থেকে একটি ছাগল ও রানার্সআপ দলকে ২টি রাজহাঁস তুলে দেন। এছাড়াও মাঠে সেরা নৈপূর্ণ দেখিয়ে বিজয়ী দলের অধিনায়ক সাংসদ আনোয়ারুল আজিম আনার, যুগান্তর প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ ক্রেস্ট ও একজোড়া কবুতর জিতে নেন। এ ছাড়াও অনলাইন পোর্টাল খবর কালীগঞ্জের পক্ষ থেকে খেলায় অংশগ্রহণকারি ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সহকারী পুলিশ সুপার শৈলকুপা সার্কেলের আরিফুল ইসলাম ও ওসি মাহাফুজুর রহমান মিয়াসহ সকল প্রেসক্লাবের সভাপতি সম্পাদকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। খেলাটি পরিচালনা করেন মোমিনুল হক খোকা, মারুফ হোসেন, আব্দুর রাজ্জাক। দিনভর ধারা বর্ণনা করেন, খোরশেদ আলম, রবিউল ইসলাম ও কামাল হোসেন।