খেলাধুলা প্রতিবেদন
রোববারের পিএসজি-মার্শেই ম্যাচে নেইমার বর্ণবাদী গালি খাওয়ার অভিযোগ তুলেছেন। ১-০ গোলে হারা ম্যাচে লাল কার্ড দেখেন নেইমার সহ পাঁচ ফুটবলার। নেইমারের অভিযোগের তীরটা মার্শেই ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের দিকে। বর্ণবাদী গালি মানতে না পেরে এই স্প্যানিশ ডিফেন্ডারকে মাথার পেছনে চড় মারেন নেইমার। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস জানিয়েছে, এই ঘটনায় সাত ম্যাচের জন্য নিষিদ্ধ হতে চলেছেন ২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা। নেইমারের অভিযোগ আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে ফ্রেঞ্চ লীগ ওয়ান কর্তৃপক্ষ। পিএসজি জানিয়েছে, নেইমারের প্রতি তাদের সমর্থন রয়েছে। আলভারো পাশে পেয়েছেন তার ক্লাবকেও। এই স্প্যানিশ ডিফেন্ডারকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, ‘নেইমারের প্রতি আমাদের সমর্থন রয়েছে। বর্ণবাদের শিকার হয়েছেন বলে নেইমার জানিয়েছেন। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই ফুটবলে কিংবা ব্যক্তিগত জীবনে কোথাও বর্ণবাদের জায়গা নেই। তদন্তে সব রকম সহযোগিতার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’ বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নেয়া মার্শেই দাবি করেছে, আলভারো বর্ণবাদী নন। মার্শেইয়ের দাবি, ‘আলভারো গঞ্জালেজ বর্ণবাদী নন। ক্লাবে যোগ দেয়ার পর তার জীবন-যাপন সে কথা বলে না। সতীর্থরাও তার পক্ষে রায় দিয়েছে।’