নিজস্ব প্রতিবেদক: চেক জালিয়াতি, মানবপাচারসহ একাধিক মামলার আসামি এক আদম ব্যবসায়ীকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল সোমবার চুয়াডাঙ্গা কলেজ রোডের একটি ফটোস্ট্যাটের দোকান থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে দুইটি মামলা রয়েছে। আটককৃত জাহিদ হোসেন ঢাকা কদমতলী থানা এলাকার বাসিন্দা।
জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার এএসআই মিজান গতকাল সোমবার সরকারি কলেজ রোডের একটি ফটোস্ট্যাটের দোকান থেকে জাহিদ হোসেন নামের এক আদম ব্যবসায়ীকে আটক করেন। জাহিদ হোসেন ঢাকা কদমতলী থানার পূর্ব জুরাইনের আকরাম হোসেন ব্যাপারীর ছেলে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় দুইটি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে মামলা রয়েছে। এছাড়া আলমডাঙ্গা থানায় তার বিরুদ্ধে আরও একটি মামলা এবং দুইটি চেক জালিয়াতি মামলাসহ তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে বলেও খবর পাওয়া গেছে। আটকের সময় জাহিদের কাছে কিছু মামলার কাগজপত্রও উদ্ধার করে পুলিশ। আজ মঙ্গলবার তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।