নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৬ ব্যাটালিয়নের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে চুয়াডাঙ্গা জাফরপুরস্থ বিজিবির কোম্পানি সদর কার্যালয় গ্রাউন্ডে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমির মজিদের নিমন্ত্রণে দুপুরের প্রীতিভোজে জেলা প্রশাসক সায়মা ইউনুস, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আঞ্জুমান আরা, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ছূফী উল্লাহ, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: কলিমুল্লাহ, এনএসআই উপ-পরিচালক জাফর ইকবাল, সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, সিনিয়র সাংবাদিক, এ্যাড. তছিরুল আলম মালিক ডিউক, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ জেলার সরকারি বে-সরকারি, প্রশাসনিক উচ্চ পদস্ত কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবি, রাজনীতিবীদ, জনপ্রতিনিধিবৃন্দ প্রীতিভোজে অংশগ্রহন করেন। গতকাল সন্ধ্যায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ বিজিবির গ্রাউন্ডে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল আমির মজিদকে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।