চুয়াডাঙ্গা শনিবার , ১৩ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদক:
নভেম্বর ১৩, ২০২১ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা পদধ্বনির ১৪৩৪তম আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে শহীদ আলাউল হলে এ আসর অনুষ্ঠিত হয়। ১৪৩৪তম এই আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ।

সরচিত লেখা পাঠ করেন আবু নাসিফ খলিল, শওকত আলী, ফয়সাল আহমেদ (দর্শনা), সুমন মালিক, রাবেয়া খাতুন রাবু, চিত্তরঞ্জন সাহা চিতু, শাহাদাৎ সুমন, হারুন অর রশিদ ও এম এ হামিদ। চিরায়ত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করেন অ্যাড.বজলুর রহমান ও অধ্যক্ষ শাহাজাহান আলী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ ও দপ্তর সম্পাদক সুমন ইকবাল। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, ডা. হেদায়েত উল্লাহ, আব্দুর রশিদ, গোলাম কবির মুকুল, মো. আজিজুল হক প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।