চুয়াডাঙ্গা সার্কিট হাউজের সামনে মোটরসাইকেল চালকে পুলিশ পিকাপের ধাক্কা সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল চালকসহ আহত ৩

শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের সার্কিট হাউজের নিকটে পুলিশের পিকাপ ভ্যানের ধাক্কায় মটরসাইকেল চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। এসময় পুলিশের পিকাপ ভ্যানটি ধাক্কা মেরে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে সার্কিট হাউজের নিকটে এ দূর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন চুয়াডাঙ্গা কেদারগঞ্জ বুজরুক গড়গড়ী মাদ্রাসা পাড়ার আব্দুল মাজেদের ছেলে আব্দুল কাদের (৪০), চুয়াডাঙ্গা দৌলৎদিয়াড় সর্দার পাড়ার আজিজুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (৩৫) ও চুয়াডাঙ্গা শঙ্করচন্দ্র ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের ক্যানাল পাড়ার চাঁন আলী (৪৫)। এর মধ্যে আব্দুল কাদেরের অবস্থা গুরুতর হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে এবং বাকি দুই জন বিল্লাল হোসেন ও চাঁন আলী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। প্রতক্ষদর্শী ও আহত চালক আব্দুল কাদের বলেন, গতকাল বেলা ১টার দিকে মোটরসাইকেল যোগে ৩জন কেদারগঞ্জ বাজার থেকে কোর্টচাঁদপুর যাওয়ার পতিমধ্যে চুয়াডাঙ্গা সার্কিট হাউজের নিকট পৌঁছালে পিছন দিক থেকে একটি পুলিশের পিকাপ ভ্যান দ্রুত গতিতে এসে ধাক্কা দিলে মটরসাইকেল চালক আব্দুল কাদেরসহ আরোহী ৩জন রাস্তায় ছিটকে পড়ে যায়। এবং পিকাপটি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। এতে চালক আব্দুল কাদেরের মুখে থেতলে যায় এবং হাত পায়ের চামড়া উঠে মাংস বেড়িয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক চালক আব্দুল কাদের কে মুখে তিনটি সেলাই দেয়। এবং বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।  পুলিশের পিকাপ ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার ঘটনায় সাধারণ জনগনের মধ্যে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।