চুয়াডাঙ্গা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের এ মাসেই উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের কাজ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। চুয়াডাঙ্গা জেলা সদরের শিশু-কিশোরদের সাঁতার শেখার সাঁতার প্রশিক্ষণ জন্য এই কেন্দ্র স্থাপন হচ্ছে। গত রোববার থেকে শুরু হয়েছে টাইল্স বসানোর কাজ। চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে চুয়াডাঙ্গা সাঁতার এই প্রশিক্ষন কেন্দ্রের। এবং চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে শুরু করা হবে প্রশিক্ষনার্থী ভর্তির কার্যক্রম বলে জানাগেছে। ইনোভিশন প্রকল্পের আওতায় গড়ে তোলা এ সাঁতার প্রশিক্ষন কেন্দ্রের বিষয়ে কেএম মামুন উজ্জামান বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলায় নির্বাহী অফিসার  হিসেবে যোগদানের পর থেকে নিয়মিত সরকারি দায়িক্ত পালনের বাইরে কিভাবে উপজেলার সার্বিক সৌন্দর্য বৃদ্ধি ও উপজেলাবাসীর জীবন-মান উন্নয়ন করা যায় সে বিষয়ে আমি কাজ করার চেষ্টা করে যাচ্ছি এটাই তারই একটা অংশ তাছাড়া এ উপজেলায় যোগদানের কিছুদিনের মাথাই জানতে পেলাম ডা:বেলাল সাহেবের কলেজ পড়–য়া মেধাবী সন্তান পানিতে ডুবে মারা যায় শখের বশে সাতাঁর কাটতে যেয়ে। এছাড়া স্থানীয় পত্রিকাগুলোতে প্রায় পানিতে ডুবে শিশু,কিশোর-কিশোরীর মৃত্যুর খবর আমাকে অত্যন্ত ব্যাথিত করে তালে। বিভিন্ন কারণে মানুষের সাঁতার শেখা প্রয়োজন। অত্যন্ত প্রয়োজনীয় এ বিষয়টি মাথায় রেখে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকসহ জনপ্রতিনিধি ও সুশীল সমাজের মানুষের সাথে কথা বলে আমাদের ভবিষৎ প্রজন্মের নিরাপত্তার কথা ভেবে চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন পুরাতন স্টেডিয়ামের হায়দার আলী প্যাভিলিয়নের পাশে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিত্যক্ত জায়গায় গড়ে তোলা হচ্ছে এ সাতাঁর প্রশিক্ষন কেন্দ্র। যেখানে বয়স ও উচ্চতার ভিত্তিতে শিশু-কিশোরদের সাঁতার শেখনো হবে।