চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১২:৫৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬
- / ৩৯৮ বার পড়া হয়েছে
শহর প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা,বিশ্বশান্তির অগ্রদুত শেখ হাসিনা’র প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন ও এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড অর্জন এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর আইসিটি অফ ডেভেলপমেন্ট এওয়ার্ড অর্জন করায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক জেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে এক বিশাল আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মি “নেত্রী তোমার জন্য বাংলাদেশ ধন্য, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য” স্লোগান দিতে থাকে। সরকারি কলেজ ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ রাজুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক। বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, কলেজ হোস্টেল ছাত্রলীগ নেতা ইসরাইল হোসেন, জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, বরকত হাসান জোয়ার্দ্দার, কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ জিম,তানভির আহম্মেদ সোহেল, পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর, আলিফ। এছাড়াও আরো উপস্থিত ছিলো সাদাফ, প্রান্ত, মিঠুন, আলিফ নুর, জুয়েল, সৈকত, মাছুম, রেদওয়ান আহম্মেদ রানা, টিলু, রবিন, হারুন, সবুজ, জেমি, রায়হান, সাজিদুল, রোমেল, বাদশা, উজ্জল, তারিকসহ কলেজ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মি বৃন্দরা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল।