চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল
- আপলোড টাইম : ০৯:০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮
- / ৩৮৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্যা ষ্ট্যাটিসটিক্স প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত করাই আনন্দ মিছিল করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ। গতকাল শনিবার সকাল ১০টায় সরকারি কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসের বকুল তলায় ছাত্রলীগ টেন্টে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ জিম’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহাবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান ও সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানভির আহম্মেদ সোহেল, সোয়েব রিগান, সদর থানা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহম্মেদ রানা, মোমিন, টোকন, হোস্টেল ছাত্রলীগ নেতা জুয়েল রানা, আলিফনুর, ইসরাইল, রবিন, মিরাজ, সাদ্দাম, রুদ্র, কলেজ ছাত্রলীগ নেতা হিরক, স্বাধীন, রিমন, রাতুল, আকাশ, আলামিন, মিঠুন, রাব্বি, শাওন, ফিরোজ, বিপুল, পাভেল, অভি, তাজ, মেশাসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজ, পৌর, জেলা ও সদর উপজেলা ছাত্রলীগের নেতা কর্মিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসান হিমেল। (প্রেস বিজ্ঞপ্তি)