চুয়াডাঙ্গা সরকারি কলেজে ৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা ও ঈদ পূনর্মিলন অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৯:৫৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
- / ৩৮৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজে ৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে পদায়ন প্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা ও ঈদ পূনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের মিলনায়তনে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সংবর্ধনা ও ঈদ পূনর্মিলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মুন্সি আবু সাইফের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক দেলোয়ার হোসেন। ৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে পদায়ন প্রাপ্ত হয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসাবে আজিম হোসেন, ইংরেজি বিভাগে প্রভাষক মাহমুদুল হাসান, দর্শন বিভাগে প্রভাষক লায়লা হাসমতা রুপা, হিসাব বিজ্ঞান বিভাগে প্রভাষক কামরুল হাসান, ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক আলমগীর হোসেন এবং কৃষি বিজ্ঞান বিভাগে প্রভাষক সামসুজ্জোহা যোগদান করলেন। অনুষ্ঠানে নবাগত শিক্ষা ক্যাডারদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খোন্দকার রোকনুজ্জামান, অর্থনীতি বিভাগের বিভাগিয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. এলাম হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল জব্বার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. আতিয়ার রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান হেমায়েত আলি, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মুমিনুল ইসলাম, কৃষি বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রুহুল আমীন, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জাহিদুল হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মতিউর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক শফিকুল ইসলামসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারি অধ্যাপক, প্রভাষকবৃন্দ।